নিজস্ব প্রতিবেদকঃ সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মুল করতে হলে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।মাদক ও জঙ্গীবাদ কে না বলুন।পুলিশ কে যে কোন অপরাধ মুলক তথ্য দিয়ে সহযোগীতা করুন।পুলিশ কে জনগনের বন্ধু ভাবুন।পুলিশ ই জনতা,, জনতাই পুলিশ।এই শ্লোগান কে বাস্তবে পরিনত করতে হবে।জনগনের সহযোগীতা ছাড়া পুলিশ একা একা কোন উন্নয়ন মুলক কাজ করতে পারেন না।তাই পুলিশের সাথে জনগনের সম্পর্ক আরও ঘনিষ্টতার জন্য আজকের এই আয়োজন।
খুলনা জেলা পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্ল্যা বলেছেন আরো বলেছেন, দেশ ও সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মুল করতে হলে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নাই। সন্ত্রাস জঙ্গীবাদ সমাজে কখনো সুখ-শান্তি এনে দিতে পারে না। তেমনি মাদকের ভয়াবহতাও সমাজ তো দূরের কথা, একটি পরিবার পর্যন্ত সর্ব্বশান্ত ও নিঃস্ব করে দেয়। তাই সমাজে এই কু-ব্যাধিগুলো দূর করতে হলে আমাদের সকলকে সামাজিক সচেতনতা এক যোগে গড়ে তুলতে হবে। তিনি গতকাল বুধবার বিকাল ৩টায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে এক জনসমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শেখ হাদিউ জজ মান হাদীর সভাপতিত্বে ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য তুলশীদাস বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইউএনও দেবাশীষ চৌধুরী, পুলিশ সুপার পত্নী, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিএ আঃ হালিম, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল মোঃ বদরুদ্দৌজা, অতিরিক্ত পুলিশ সুপার পত্নী, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, থানার ওসি মোঃ মোজাম্মেল হক মামুন, অধ্যক্ষ অমিতেশ দাস, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আ’লীনেতা মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা বাবু, ইউপি চেয়ারম্যান শেখ আশিকুজ্জামান আশিক সহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষা নবিশ) মোঃ ওয়াসিম, সহকারী পুলিশ সুপার(শিক্ষা নবিশ) সজীব, সহকারী পুলিশ সুপার (শিক্ষা নবিশ) দেবাশীষ, সহকারী পুলিশ সুপার (শিক্ষা নবিশ) ফেরদাউস, সহকারী পুলিশ সুপার(শিক্ষা নবিশ) মোঃ আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগনেতা শিবপদ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান এড. নিহার রঞ্জন মল্লিক, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক দেবপ্রসাদ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা অধির কুমার রায়, হিঃবৌঃখ্রীঃ সভাপতি প্রভাষক মনোরঞ্জন মন্ডল, প্রধান শিক্ষক কাঞ্জিলাল মল্লিক, অবঃ প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মন্ডল, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, সাংবাদিক সঞ্জয় বিশ্বাস, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক শাওন হাওলাদার, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য দিপ্তী রানী মন্ডল, ইউপি সদস্য নিহার রঞ্জন সরকার, ইউপি সদস্য সমরেশ রায়, মনিরুল ইসলাম, ইউপি সদস্য আঃ রাজ্জাক, ইউপি সদস্য স্বপন রায়, ইউপি সদস্য উদয় শংকর রায়, ইউপি সদস্য মলিনা রায়, ইউপি সদস্য শাহানাজ আক্তার রুনা, ইউপি সদস্য হেমন্ত বিশ্বাস, জাহিদুর রহমান মিলন, চয়ন মন্ডল, পার্থ মন্ডল প্রমূখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। প্রধান অতিথি এ সময় পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্য এবং গ্রামপুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উদ্দেশ্যে নানান দিক নির্দেশনামূলক তথ্য উপস্থাপন করেন।পরিশেষে সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়।