ঐতিহাসিক ৭ মার্চ পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান রবিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলীমুদ্দিন বুদ্দিন, এ্যাডভোকেট মো: ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো: রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা প্রমুখ। এর আগে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শন করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে জেলার কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে থানা প্রাঙ্গণে রবিবার বিকেলে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি এ কে এম মিজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা, গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন প্রমুখ





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন