বিখ্যাত ব্যক্তিদের ভাষণ কে হার মানিয়েছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ : রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 177 দর্শন

 

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” আজ ০৭.০৩.২০২১ খ্রিঃ তারিখ ঝালকাঠি জেলাধীন ঝালকাঠি থানায় বাংলাদেশ পুলিশ কর্তৃক সারাদেশব্যাপী একযোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত লাইভ অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেজ্ঞের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানের শুরুতেই ডিআইজি শফিকুল ইসলাম ডিজিটাল বাংলাদেশ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। এরপর কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

রেঞ্জ ডিআইজি ঐতিহাসিক ৭ই মার্চের উপর তথ্য ভিত্তিক আলোচনা করেন। এছাড়াও তিনি দেশের অর্থনৈতিক অর্জনের বিভিন্ন দিক আলোচনা করেন।

তিনি বলেন, বিশ্বের যেসকল বিখ্যাত ব্যাক্তিদের ভাষণ রয়েছে, তাদের সকলকেই ছাড়িয়ে গেছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

ডিআইজি বলেন, ” বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন মাননীয় সংসদ সদস্য আমির হোসেন আমু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক, ঝালকাঠি, উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং বাংলাদেশ আওয়ামীলীগের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আনন্দ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন জনাব ফাতিহা ইয়াসমিন, পুলিশ সুপার, ঝালকাঠি ।এছাড়া জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা সহ ঝালকাঠি থানাধীন সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন