গৌরবময় সেবার দুই বছরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

দ্বারা zime
০ মন্তব্য 281 দর্শন

 

আজ ১৬ সেপ্টেম্বর ২০২০। ২০১৮ সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। সেই থেকে অদ্যাবধি সততা ও পেশাদারিত্বের সাথে নগরবাসীদের সর্বোচ্চ পুলিশি সেবা দিয়ে আসছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গৌরবময় সেবার দুই বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার  মোঃ আজাদ মিয়া। এসময় উপ-পুলিশ কমিশনার (সদর)  কে,এম, আরিফুল হক,পিপিএম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর)  মোহাম্মাদ শরিফুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)  মোহাম্মদ ইলতুৎ মিশ,

উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) জনাব জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) জনাব মোহাম্মদ নূরে আলম, উপ-পুলিশ কমিশনার ( সিটিএসবি) জনাব মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) বেগম ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট) জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আব্দুল্লাহ-আল মামুনসহ জিএমপি এর সর্বস্তরের সদস্যগন উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর ০২ বছরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলকে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন