চাঁনরাতে ছদ্মবেশে হেটে শহরের নিরাপত্তা পরিদর্শন করলেন সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন।বৃহস্পতিবার রাত ৯টার পরে তিনি সাতক্ষীরা শহরের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আকর্ষ্মিক শহরের বিভিন্ন এলাকা হেটে হেটে সাধারন মানুষ সেজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নবাগত অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন।

রাত সাড়ে ৯টার দিকে আপডেট সাতক্ষীরার এ প্রতিবেদক গিয়েছিলেন শহরের মুনজিতপুর এলাকার একটি স্যালুনে চুল কাটাতে।স্যালুনে গিয়ে এ প্রতিবেদক দেখতে পান নবাগত ওসি দেলোয়ার হুসেন চুল কাটাচ্ছেন।একটি নন-এসি ভাঙাচুরা স্যালুনে সদর থানার ওসি কে চুলকাটতে দেখে বিস্মিত হলেন প্রতিবেদক।

চুলকাটা শেষে ওসি দেলোয়ার হোসেন হাটতে হাটতে শহরের কয়েকটি শফিং মল পরিদর্শনে করেন ছদ্মবেশে ।পরিদর্শন কালে ওসি দেলোয়ার দেখতে পান জুবলী স্কুলের পাসের একটি বিউটি পার্লারে কাস্টমার ও পার্লার কতৃপক্ষ কথা-কাটাকাটি র এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন।সংঘর্ষ দেখেই ওসি দেলোয়ার সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

এসময় এলাকার সাধারন লোকজন ওসির এমন সাধারন চলাফেরা দেখে হতবাক হয়ে যান।পরে এ প্রতিবেদক ওসি কে প্রশ্ন করেন মধ্যরাতে এভাবে হেটে হেটে কোথায় যাবেন বা যাচ্ছিলেন?প্রশ্নের উত্তরে নবাগত অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন এ প্রতিবেদক কে জানান,কাল ঈদুল ফিতর।

তাই শহরের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশ পরিস্থিতি দেখতে এসেছি।ওসি আরো জানান,আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি কথা দিচ্ছি সাতক্ষীরা শহরে কোন মাদক,কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ থাকবেনা। পরে নবাগত ওসি এ প্রতিবেদকের মাধ্যমে পৌরবাসী কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন