কলারোয়ার চাঞ্চল্যকর চার হত্যাকান্ডের ঘটনায় বেঁচে যাওয়া ৪ মাসের শিশুর মারিয়ার নামে যাত্রা শুরু হলো ‘মারিয়া ফাউন্ডেশন’। সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে ‘মারিয়া ফাউন্ডেশন’ এর যাত্রার বিষয়টি নিশ্চিত করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিলুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
ব্যক্তিগতভাবে সদ্য বিদায়ী জেলা প্রশাসক ১ লক্ষ টাকা ফাউন্ডেশনে জমা দিয়ে যাত্রা শুরু করান। যে কেউ ফান্ডে টাকা দিতে পারবেন। ১৮ বছর পর্যন্ত ফাউন্ডেশন মারিয়ার সকল প্রয়োজনে পাশে থাকবে।