চালু হল পুলিশের ডিজিটাল কার পার্কিং।।

দ্বারা zime
০ মন্তব্য 470 দর্শন

 

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) বলেছেন, আমাদের বড় বড় শহর বিশেষ করে রাজধানী ঢাকায় জায়গা খুব অপ্রতুল। তাই জায়গার সর্বোত্তম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে মাল্টিলেভেল ডিজিটাল কার পার্কিং একটি অনন্য উদ্যোগ। এর ফলে অল্প জায়গায় বেশী পরিমাণ গাড়ি পার্ক করা সম্ভব।

আইজিপি আজ মঙ্গলবার রাজধানীর আব্দুল গণি রোডে ডিএমপির কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের পাশে ৮ তলা ডিজিটাল কার পার্কিং উদ্বোধনকালে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ডিজিটাল কার পার্কিং একটি সময়োপযোগী ব্যবস্থা। বিশ্বের অনেক দেশে এ ধরনের কার পার্কিং রয়েছে। বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যাও বাড়ছে। এসব গাড়ি রাখার জন্য ডিজিটাল পার্কিং স্থাপন করা প্রয়োজন। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এ পার্কিং স্থাপন করা হলো। পর্যায়ক্রমে বড় বড় শহরে এ ধরনের পার্কিং স্থাপন করা হবে।

তিনি বলেন, ডিজিটাল কার পার্কিং পরিচালনায় অপারেটরদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। যাতে কোন দুর্ঘটনা না ঘটে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি ড. মো: মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম,পুলিশ হেড কোয়াটার্স ডিআইজি মো:হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেসার্স আজিজ এন্ড কোম্পানি লিমিটেড এ ডিজিটাল কার পার্কিং নির্মাণ করেছে। এখানে ৩৪টি গাড়ি পার্ক করা যাবে। অথচ স্বাভাবিকভাবে একই পরিমাণ জায়গায় গাড়ি পার্ক করা যেত মাত্র ৬টি।
সূত্র:PHQ MEDIA, 09 APRIL 2019





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন