সাতক্ষীরা সদর সার্কেলের নেতৃত্বাধীন টিম অভিযান চালিয়ে চেতনা নাশক স্প্রে করে ইজিবাইক চুরি চক্রের ৯ জনকে গ্রেফতার ও ৩ টি ইজিবাইক উদ্ধার করেছে।

বৃহম্পতিবার বেলা ১২.৩০ মিনিটে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এক প্রেস ব্রিফিয়ের মাধ্যমে সাংবাদিকদের জানান,গত ১২/১২/২০২০ ইং তারিখ সাতক্ষীরা সদর থানার খুলনা রাস্তার মোড় এবং জেলা কারাগারের সামনের রাস্তা হতে মোট ৩ টি ইজি বাইক চুরি হয়।

এ সংক্রান্তে, পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)এঁর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মির্জা সালাহউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মুস্তাফিজুর রহমান এবং এসআই (নিঃ) আহমদ আলী ও অন্যান্য পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত চৌকস দল মাদারীপুর এবং মুন্সিগঞ্জে জেলার বিভিন্ন এলাকায় ০৪ দিন ব্যাপী অভিযান চালিয়ে ইজিবাইক সমূহ উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন,
ইতোমধ্যে চক্রের সাথে জড়িত সকল আসামিকে শনাক্ত করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত মো: বুরহান উদ্দিন,ইন্সপেক্টর অপারেশন বিল্পব কান্তি মন্ডল, সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান ও এসআই আহম্মদ আলী উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন