সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির নিয়ে বাংলাদেশ পারস্পরিক শিখুন কর্মসূচি (এইচএলপি) প্রতিষ্ঠান করন উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে জেলা প্রশাসক ও সুইজারল্যান্ড এবং ব্রেকিং দ্যা সাইলেন্সের সহযোগিতায় গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাঁর বক্তব্যে বলেন, নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে ভাল কাজের প্রসার ঘটাতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ কে ভালো কাজের সহায়তা করতে হবে। জনগণের উন্নয়ন আসে এমন কাজ বেশি বেশি করতে হবে। অন্য ইউনিয়ন পরিষদের ভালো ভালো কাজের ধারণা নিয়ে আপনার ইউনিয়নে ভালো কাজ করার চেষ্টা করবেন। এমন নতুনত্ব কাজ করবেন যেটি দেখে অন্যরা উৎসাহিত হয়। সমাজের সর্বক্ষেত্র শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, (এইচএলপি) উপ-পরিচালক মনিকা মিএ, ফিনান্স এসোসিয়েন্ট ওবায়দুল হক, সহ-প্রকল্প পরিচালক ইয়ানুর রহমান, জুমের মাধ্যমে কর্মশালা উদ্বোধন করেন যুগ্ন সচিব (এইচএলপি) পরিচালক ইশরাত হোসেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য ও ইউপি সচিব গন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্যা সাইলেন্সের সাতক্ষীরা ইনচার্জ শেখ শরিফুল ইসলাম।