জনগণ কে উদ্বুদ্ধ করতে করোনা প্রতিষেধক টিকা নিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষীণ বিভাগের অপরাধ শাখার ডিসি মোহাম্মদ ইলতুৎমিশ। আজ ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এ কোভিড-১৯ টিকা গ্রহন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম দক্ষিণ) মোহাম্মমদ ইলতুৎমিশ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) বিভাগ সহ সকল পদবীর ১০০ জন পুলিশ সদস্য।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষীণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা এঁর দিক নির্দেশনা মোতাবেক আজ ১০০ জন জিএমপির বিভিন্ন পদমর্যার পুলিশ সদস্যগণ করোনার টিকা গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে প্রতিদিন ধারাবাহিকভাবে টিকা গ্রহন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো জানান করোনার টিকা নিয়েে আমি সুস্থ্য আছি কোনো রকম সমস্যা হচ্ছেনা। তাই যারা এখনো করেনার টিকা নিতে সংকোচ বোধ করছেন, তারা আতংকিত না হয়ে আজ ই করোনার টিকা নিতে বিধি মোতাবেক রেজিষ্ট্রেশন করুন।