জননেত্রী শেখ হাসিনা জেলেদের জাটকা ইলিশ ধরা বন্ধে খাদ্যসহ বিভিন্ন আর্থিক সহায়তা দিচ্ছেন।। এমপি রবি।।

দ্বারা zime
০ মন্তব্য 426 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ: “কোন জাল ফেলবোনা জাটকা ইলিশ ধরবোনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকালে সদরের ফিংড়ি ইউনিয়নের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার’র সভা কক্ষে সদর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা জেলে সম্প্রদায়ের জন্য জাটকা ইলিশ ধরা বন্ধে খাদ্যসহ বিভিন্ন আর্থিক সহায়তা দিচ্ছেন। সাধারণ অসহায় মানুষের মনের অবস্থা বোঝেন বলেই তিনি মানবতার মা। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশে^ প্রথম। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের প্রজনন বাড়াতে নির্দিষ্ট মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখতে হবে। এ সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সরদার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি আব্দুল গফুর ও খুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন