★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর পূর্ব
ঘোষনা মোতাবেক প্রতিটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরন করা হয়েছে।
সরে জমিনে গিয়ে দেখা যায়,সাতক্ষীরা সদর থানার সামনে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সকাল ১১ টা থেকে আগত রোগীদের মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করেন,সহকারী পরিচালক এডি সিঃসিঃ ডাঃ জিএম মুজিবুর রহমান,মেডিকেল অফিসার Mo-Clinik ডাঃ লিপিকা বিশ্বাস ও মেডিকেল অফিসার Momch-Fp ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ।
জাতির পিতার ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৪ জন গর্ভবতী মহিলা কে বিনা মুল্যে সিজার করা হয়।সিজার করার আগে এ্যানেস্থেসিয়ায় ছিলেন ডাঃ জিএম মুজিবুর রহমান।আর বিনা মুল্যে ৪ জন মহিলাকে সিজার সেবা (অপারেশন করেন) ডাঃলিপিকা বিশ্বাস এবং মা ও শিশু কল্যান কেন্দ্র থেকে তাদের কে বিনা মুল্যে প্রয়োজনীয় ঔষধ পত্র দেওয়া হয়।এসময় ৪ জন মা ও তাদের নবজাতক শিশু গুলো সুস্থ্য ও ভাল আছেন বলে শোনা যায়।
সিজার করার পরে একটু সুস্থ্য হলে উক্ত ৪ জন নবজাতকের মা কে দেখতে আসেন,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব রওশন আরা জামান।এসময় ক্লিনিকের বেডে বেডে গিয়ে তিনি নবজাতকের মা কে প্রশ্ন করেন,আপনারা কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে চেনেন??নবজাতকের মায়েরা উত্তরে বলিলেন হ্যাঁ চিনি।তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার পিতা।তাঁর কারনে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।অতপর,উপ-পরিচালক মহোদয় নবজাতকের মা দের কে বল্লেন,আজ জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকী আপনাদের চারজনের নবজাতক বাচ্চা গুলো আজ শুভ দিনে জন্ম গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ আপনাদের কে ফ্রি অপারেশন (সিজার)সেবা প্রদান করা হল।কারো ১ টি টাকাও খরচ করা লাগবেনা।সরকার নিজেই আজ আপনাদের খরচ বহণ করবেন।আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করবেন ও জননেত্রী হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা দোয়া করবেন।