সাতক্ষীরা জেলা পুলিশের মে/২০২১ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।
সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অবদান স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার দের সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।তার মধ্যে অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার রেকর্ডব্রেক পরিমান মাদক উদ্ধার,অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী আটক ও জিআর/সিআর মামলার আসামী আটক করে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তালা সার্কেলের সিনিয়র এএসএসপি হুমায়ুন কবির ।
আর জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।
এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় এসআই ক্যাটাগরি তে জেলায় শ্রেষ্ঠ হয়েছেন সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর মানিক সাহা ও এএসআই ক্যাটাগরিতে সাতক্ষীরা থানার সহকারী সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম(১)জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।
অপর দিকে আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ডিবির এসআই মহাসিন তরফদার পুলিশ সুপারের নিকট থেকে পুরুস্কার অর্জন করেছেন।
সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) সজিব খানের সঞ্চালনায় উক্ত মাসিক কল্যাণ সভায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম মোহাইমিনুল রশীদ,হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন,সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক,দেবহাটা সার্কেরের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ,তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির,ডিএসবির সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,জেলা ট্রাফিক বিভাগের টিআই কামরুজ্জামান বকুল,সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন,জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।