সাতক্ষীরায় জেলা পুলিশের পক্ষ থেকে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমএন মোহাইমেনুর রশীদ ও তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির কে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে আয়োজিত এ অনুষ্ঠানে কালিগঞ্জ সার্কেল ও তালা সার্কেল কে বিদায়ী সংবর্ধনা জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার। জানায় যায়,পুলিশ হেড কোয়াটার্স থেকে জনস্বার্থে তাদের কে বদলি করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি দের স্মৃতিচারণ করে ব্যক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর ইকবাল হোসেন, তালা থানার ওসি জিহাদ খান ও শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী অতিথিদের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করেন।