সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তরে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর জোন্স্যা আরা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম ও প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা। পরে সেলাই মেশিন প্রশিণার্থীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব দেশের স্বাধীনতার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে শুধু বাঙালি জাতির পিতা আর বাংলাদেশের স্থপতি হননি, তিনি হয়ে উঠেছিলেন একজন বিশ্ববরেণ্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী ও বাঙালির মুক্তি সংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব। বর্তমান সমাজের নারীদেরও এই সমাজে অনেক দায়িত্ব আছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়ি যেয়ে বসে থাকলে হবে না, কাজ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।