জয়পুরহাট জেলার সকল বিট পুলিশিং অফিসাদের সহিত বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে জয়পুরহাট  পুলিশ লাইন্সের ড্রিলশেডে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম এঁর সভাপতিত্বে উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম।

মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি বলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা মানুষের দৌরগোড়ায় পৌছে দিতে হবে। তিনি বলেন জনগনের সাথে ভালো ব্যবহার করতে হবে ও পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে। মতবিনিময় সভা শেষে অতিরিক্ত ডিআইজি  জয়পুরহাট জেলা পুলিশের হিসাব শাখা এবং সদর কোর্ট জয়পুরহাট বার্ষিক পরিদর্শন করেন।এসময় জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মো: তরিকুল ইসলাম সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন