ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনেও মাঠে আছেন, ওসি বিপ্লব কুমার নাথ।।

দ্বারা zime
০ মন্তব্য 196 দর্শন

♣♣♣♣
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ বলেছেন- ‘নিরাপদ সড়ক সকলের প্রত্যাশা। নিজের ও অন্যের জানমালের নিরাপত্তার জন্য সজাগ ও সচেতন হয়ে গাড়ি চালানো আমাদের শুধু উচিত-ই বরং কর্তব্য। এজন্য আইন মেনে ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে প্রতিটি যানবাহন ও চালকদের।

মঙ্গলবার (৭আগস্ট ২০১৮) সকাল থেকে আশাশুনির বিভিন্ন পয়েন্টে যানবাহনের ‍উপর চেকপোস্ট চলাকালে চালক ও আরোহীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
সে সময় যেসকল যানবাহন ও চালকদের কাগজপত্র সঠিক নেই সেগুলোর বিরুদ্ধে মোটরযান আইনে মামলা প্রদান করেন। আর যাদের সঠিক আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও ফুলের শুভেচ্ছা জানান ওসি বিপ্লব দেব নাথ।

সারাদেশে ট্রফিক সপ্তাহ উপলক্ষে এ অভিযান চালানো হয়।
এসময় আরা উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান, এসআই হাসানুজ্জামান সহ এস আই মজ্ঞুরুল হাসান সহ অন্যারা।
অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান- ‘আশাশুনি থানা এলাকার সমস্ত গাড়ী ও চালকদের সকল কাগজপত্র আপডেট না হওয়া পর্যন্ত এই চেকপোস্ট ডিউটি চলমান থাকবে।’
তিনি আরো জানান- ‘সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আশাশুনির সার্বিক আইনশৃংখলা কঠোরহাতে নিয়ন্ত্রণে রাখা হবে।’





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন