♣♣♣♣
সারাদেশে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে তালা থানা পুলিশ অবৈধ যানবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।থানা পুলিশের সুত্র জানায়, থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মেহেদী রাসেলের উপস্থিতিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সগন অদ্য ইং-০৭/০৮/২০১৮ তারিখ সকাল অনুঃ ০৯.০০ ঘটিকার সময় তালা ব্রীজ মোড়ে কেসপোস্ট ডিউটি করা কালিন যাদের কাগজপত্র সঠিক নাই এমন চালকদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা প্রদান করেন।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃমেহেদি রাসেল আপডেটে সাতক্ষীরা ডটকমের প্রতিবেদক কে জানান,গত ৫ ই আগষ্ট থেকে ১১ ই আগষ্ট দেশব্যাপি রেজিষ্টেশন বিহিন গাড়ী ঘোড়ার বিরুদ্ধে অভিযান চলবে।তাছাড়া ড্রাইভিং লাইসেন্স,ইন্সুরেন্স,হেলমেট ইত্যাদি চালকের না থাকলে, ঐ চালনের নামে যানবহন আইনে মামলা দেওয়া হবে।তিনি আরো জানান,অনটেস্ট গাড়ি রাস্তায় পেলেই আটক করা হবে, ট্রাফিক সপ্তাহে কোন তদবীর খাটবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন এই পুলিশ কূমকর্তা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন