ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিনে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন,হাফিজ আল আসাদ

দ্বারা zime
০ মন্তব্য 134 দর্শন

সিটিজেন জার্নালিস্ট (জিমি):
পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা’১৮ সমাপ্ত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গত ১৫ই ফেব্রুয়ারী হওয়া তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ মেলা শেষ হয়।

সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন’র সভাপতিত্বে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ভরি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাকির হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক পতœী মিসেস সেলিনা আফরোজ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: হাফিজ আল আসাদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন
হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো:হাফিজ আল আসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মো: হাফিজ আল-আসাদ’র হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া মেলার স্টলে সরকারি সেবা দানসহ বিভিন্ন প্রতিযোগিতায় সেরা প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
তথ্যঃসাতক্ষীরা টাইম্স ২৪ ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন