ক্রাইম কনফারেন্সে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি।।

দ্বারা zime
০ মন্তব্য 263 দর্শন

 

ঢাকা রেঞ্জে রেকর্ডব্রেক পরিমান আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ক্লু-লেস হত্যা ও ডাকাতি মামলা উৎঘাটন এবং পলাতক আসামী গ্রেপ্তারে বিগত ফ্রেব্রুয়ারী ও মার্চ মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম।

মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম রাজবাড়ীর এসপি’র হাতে ক্রেষ্ট তুলে দেন।অপরদিকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসাবে গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম কে চৌকশ পুলিশের সন্মাননা প্রদান করেন ডিআইজি।

সূত্র জানায়,মঙ্গলবার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুনী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।ক্রাইম কনফারেন্সের শুরুতে ঢাকা রেঞ্জ ডিআইজি সকল পুলিশ অফিসার দের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভা আরম্ব করেন।পরে ক্রাইম কনফারেন্সে বিগত মাসের ফেব্রুয়ারী ও মার্চ মাসের অপরাধ পর্যালোচনা করা হয়।সভায় ভালোকাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন জেলার পুলিশ অফিসার দের কে সন্মাননা প্রদান করা হয়।তার মধ্যে ফ্রেব্রুয়ারী মাসে শ্রেষ্ঠ মামলা তদারকী কর্মকর্তা হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, একই মাসে অস্ত্র ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা হন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া এবং ক্লু-লেস ডাকাতি মামলা উদঘাটন, আসামি গ্রেপ্তার এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হয়েছেন জেলা গোয়েন্দা শাখার এসআই ফকির হাসানুজ্জামান।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতি: ডিআইজি ও সদ্য পদন্নোতি প্রাপ্ত  ডিআইজি (স্পেশাল ব্রাঞ্চ) আবু কালাম সিদ্দিক, এডিশনাল ডিআইজি আসাদুজ্জামানসহ ঢাকা বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ  উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন