
ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট-২০২২ ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ মাঠে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল ৪৪/৮ পয়েন্টের ব্যবধানে নরসিংদী জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে দ্বিতীয়বারের মত জয়ের শিরোপা অর্জন করেছে।
![]()
ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং উভয় দলকে অভিনন্দন জানান।
![]()
এসময় নারায়নজ্ঞের এসপি গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
