ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই দিনের সফরে আজ রাতে খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী আগামীকাল ৩ এপ্রিল সকাল নয়টায় খুলনায় প্রস্তাবিত হাই-টেক পার্ক স্থাপনের জমি পরিদর্শন, সকাল ১০টায় খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের নিমিত্ত আয়োজিত শিক্ষিত তরুণ-তরুণি ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ‘ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক প্রকল্পের আওতায় সফল উদ্যোক্তা উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি এবং সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত খুলনা বিভাগের সকল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাব এর মনিটরিং কর্মকর্তা (ইউএনও), আইসিটি ও কম্পিউটার শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা এবং আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এরং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

তিনি বুধবার বেলা দুইটায় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আইসিটি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় চলমান প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন এবং বিকেল তিনটায় মহিলা ক্রীড়া কমপ্লেক্স-এ খুলনা বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে প্রতমন্ত্রী যশোরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন