তোমার সেই কালো চশমা : এসডিএফ চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক

দ্বারা zime
০ মন্তব্য 261 দর্শন

 

তোমার সেই কালো চশমা
আবদুস সামাদ ফারুক

তুমি তাকাতেই তোমার বাংলার বারশত নদী কল কলিয়ে উঠলো
তুমি চোখ মেলতেই শিশির পড়ছে শস্য দানায়
হেমন্তের ফসল পুষ্ট হয়ে উঠছে
তোমার নৌকা যখন ফিরছে মধুমতির বুক ছুঁয়ে ছুঁয়ে
পদ্মা মেঘনা সুরমা যমুনা কপোতাক্ষের জল এসে বলে গেছে
তাদের কষ্টের কথা
তোমার স্বদেশ বাসীর সব বঞ্চনা গাঁথা
সব মিলেমিশে একাকার, হয়েছে আরো ধাবমান
সব যন্ত্রণা তারা শুষে নিয়েছে
এই কষ্ট বিছায়ে দিয়েছে মাটিতে
মাটি বুকে ধরে ছড়ায়েছে কামিনীর সৌরভ
ফলায়েছে কতো বর্ণময়
ফুল আর ফসল।

মেঘের সাথে হাওয়ার খেলায় খেলায়
মাটির সাথে জলের মমতায়
দাবানল আজ জ্বলছে সূর্যের লাল আভায় আভায়।
দুঃখ মাতম আর আহাজারির দিন শেষ
হাজার বছরের বসন্ত ফুলের লাল আগুন ছড়ায়ে
তুমি একদিন আসলে তোমার বাংলায়
চর্যাপদের কবিদের মতো
শুনালে যাদুময় সুর।
বাতাসে রোদের উত্তাপ, সমুদ্রে গর্জন, নদীরা উদ্দাম
লক্ষ কোটি হৃদয়ে মুক্তির আবাহন
তোমার শক্তি আজ কোটি মানুষের শক্তি
তোমার দৃষ্টি আজ নক্ষত্র নিচয়ের দৃষ্টি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

এই পোড়া চোখে তোমার বাংলাকে তো প্রতিদিনই দেখি
তবু তৃপ্তি মিটেনা। জীবনানন্দের চিলের কান্না,
নজরুলের আগুন খেলার সোনার বাংলা আর রবীন্দ্রনাথের
আউসের ভরা খেতে জোছনার মধুর হাসি
বারবার দেখি, তবু দেখা হয় না।

পিতার কাছে সন্তানের কিইবা চাওয়ার আছে
তবু তোমার কালো চশমা আমার দরকার
তোমার চশমা পরে আমি দেখতে চাই
তোমার হৃদয় দৃষ্টি দিয়ে তোমারি বাংলাকে
যা দেখা হয় না এই জীবনে।

লেখক : কবি আবদুস সামাদ, সিনিয়র সচিব ও এসডিএফ চেয়ারম্যান,বাংলাদেশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন