বহুল প্রচারিত দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ রবিবার (১২ মার্চ ২০২৩ খ্রি.) সন্ধ্যায় গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় ডিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ২০১৮ সালের ২০ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল দৈনিক দেশ রূপান্তর। আজ পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি পাঠকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে পত্রিকাটি ।