ধর্ষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার)

তিনি বলেছেন, পরিসংখ্যানগত দিক থেকে দেশে ধর্ষণের সংখ্যা নিঃসন্দেহে বেড়েছে। তবে ধর্ষণের প্রতিটি ঘটনার তদন্ত হচ্ছে। প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এক্ষেত্রে পুলিশের গাফিলতির সুযোগ নেই।

আইজিপি বলেন, তবে পুরো বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। সমাজের এ অবক্ষয় দূর করতে আমাদের পরবর্তী প্রজন্মকে নৈতিক শিক্ষা দিতে হবে। ধর্ষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়া‌রি) দুপুর ১২টায় ব‌রিশাল জেলা পু‌লিশ লাইন্সে জেলা পু‌লিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অ‌ফিস ও আগরপুর পু‌লিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে তিনি এসব কথা ব‌লেন।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রু‌নি হত্যা মামলার অগ্রগ‌তির জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে, এ‌টি উদঘাটনের জন্য বাংলাদেশ পু‌লিশের এ‌লিট ফোর্স কাজ করছে। প্র‌তি‌টি তথ্য পুঙ্খানুরু‌পে যাচাই-বাছাইয়ের কারণেই সময় বে‌শি লাগছে।

তিনি বলেন, অনেক সময় অনেক ধরনের তদন্ত হয়। বিশেষ করে মার্ডার কেসের ক্ষেত্রে বিশ্বের বি‌ভিন্ন দেশেও কোনোটির ক্লু তাৎক্ষ‌ণিক পাওয়া যায়, আবার কোনোটিতে সময় লাগে। তবে সাংবাদিক দম্পতি সাগর-রু‌নির হত্যার তদন্তে সময় লাগলেও পু‌লিশের ব্যর্থতা বলা যাবে না। পু‌লিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

পুলিশ প্রধান বলেন, সাগর-রু‌নি হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কর্মকর্তা বা সংস্থা প‌রিবর্তনের বিষয়‌টি আদালতের। তাদের প‌রিবার য‌দি আদালতে আবেদন করতে পারেন। আদালত চাইলে অবশ্যই তদন্ত কর্মকর্তা প‌রিবর্তন করা হবে।

সাগর-রু‌নি হত্যাকাণ্ড ‌নিয়ে কোনো ধরনের চাপের মুখে নেই বলেও জানান তি‌নি।

এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে জেলা পুলিশের বহুতল ব্যারাক ভবনসহ তিনটি কার্যক্রমের উদ্বোধন করেন আইজিপি।

এসময় ব‌রিশা‌ল রে‌ঞ্জের ডিআইজি শ‌ফিকুল ইসলাম, ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের ক‌মিশনার শাহাবু‌দ্দিন খানসহ বি‌ভাগের পু‌লিশের বি‌ভিন্ন ইউ‌নিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন