বয়সের সমতার পথে যাত্রা’ স্লোগানে সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)বার, জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মমতাময়/ মমতাময়ী ও প্রবীণ হিতৈষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মোজাম্মেল হোসেন।