নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বুধবার। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এবং জেলা মৎস্য কর্মকর্তা জনাব তানমী শাহরীন এ কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি, ২০২০ এর আওতায় বুধবার ০২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স এবং পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন পুকুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করা হলো। অনুষ্ঠানে জেলা পুলিশ ও মৎস্য অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।