মাহফিজুল আক্কাস: নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা’র সার্বিক ব্যবস্থানায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, শাকিলা ইসলাম জুঁই, প্রচার সম্পাদক অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “বর্তমান সময়ে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। একটি কুচক্রী মহল সেই ঘটনা ভিন্নখাতে নিতে গভীর ষড়যন্ত্র তৈরী করছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডে ইশ্বন্বিত হয়ে গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার জন্য আইন পাশ করতে যাচ্ছে। দেশে যে কয়টি ধর্ষণের ঘটনা ঘটেছে সকল দোষীদের কঠোর শাস্তির দাবী জানান মানববন্ধন থেকে বক্তারা। নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধনে জেলা মহিলা আওয়ামীলীগসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।