পূজা উদযাপন কমিটির সাথে সাতক্ষীরার পুলিশ সুপারের আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 168 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার বলেছেন করোনা পরিস্থির মধ্যে এবার শারদীয়া দুর্গাপূজা হবে অন্যরকম। স্বাস্থ্য বিধি মেনেই এবার উৎসব পালন করতে হবে।

প্রত্যেকটি পূজামণ্ডপে ২০ জনের বেশি মানুষ এক সাথে প্রবেশ করতে পারবেনা। পূজামণ্ডপে প্রবেশের আগে গেট থেকে সাবান-সেটিটাইজার দিয়ে হাত পরিস্কার করে তারপর মন্ডপে প্রবেশ করতে হবে।কোনো মন্ডপে নাচ-গানের অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা।সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায়  এসব কথা বলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

পুলিশ সুপারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মো: আসাদুজ্জামান,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,হেড কোয়াটার সার্কেল অতিরিক্তি পুলিশ সুপার জিয়াউর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি ইয়াছীন আলী,তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির,ডিএসবির সহকারী পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান,জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী, ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত টিআই হাসান মল্লিক সহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন