দেবহাটায় টাউনশ্রীপুর আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনী আয়োজন

দ্বারা zime
০ মন্তব্য 34 দর্শন

 

জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম জীবনদশায় কোন এক সময়ে দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে পা রেখেছিলেন। কবির স্মৃতি ধন্য বিদ্যাপিঠে গতকাল আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপণী অনুষ্ঠান করলেন আয়োজকরা।

অগ্নিবীনা জেলা সংসদ এর আয়োজনে দুইদিনের উক্ত সম্মেলনে সমাপনী দিনে আলোকিত আয়োজনে উপস্থিত হন ভারতের পশ্চিমবঙ্গ নজরুল গবেষক জয়নুল আবেদীন। প্রধান অতিথির বক্তৃতায় নজরুল গবেষক জয়নুল আবেদীন কবির জীবনের ও সাহিত্য সৃষ্টির অনবদ্য দিক তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন সাতক্ষীরা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট কবি মোহাম্মদ  বেলায়েত হোসেন। অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান ও নজরুল গবেষক এইচ,এম সিরাজ, কবি সোহার্দ সিরাজ, সীমা ইসলাম, সাতক্ষীরা অগ্নিবীনা সভাপতি প্রাণকৃষ্ণ সরকার, রাজশাহী বিভাগীয় আহবায়ক হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন দেবহাটা থানা ওসি তদন্ত নুরূস সালাম ছিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বেতার প্রতিনিধি ফারুক মাহবুবর রহমান, সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আবুল ফজল। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা অগ্নিবীনার সম্পাদক সোহরব হোসেন সবুজ এর পূর্বে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান আয়োজক কর্তৃপক্ষ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন