পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিষের দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের ন্যায় বুধবার দিন ভোর সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। সুত্র জানায় সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল এঁর দিক নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলীর নেতৃৃৃ্ত্বাধীন মোবাইল কোোর্ট সামাজিক দূরত্ব নিশ্চিতকরন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ও আইন অমাণ্যকারীদের অর্থদণ্ড প্রদান করা করেন। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাহার আলী।