পুলিশ পরিবারের সদস্যাদের আইনি সেবা দেয়ার উদ্যোগ নিয়েছেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা

দ্বারা zime
০ মন্তব্য 673 দর্শন

 

এবার পুলিশ পরিবারের নির্যাতিতা নারীদের পাশে দাঁড়াচ্ছে পুনাক। পুলিশ পরিবারের সদস্যাদের আইনি সেবা দেয়ার উদ্যোগ নিয়েছেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করেন তিনি। সুরক্ষার শুরুটা হবে পুনাক পরিবার থেকেই। সেই লক্ষ্যে একটি সেল গঠন করেছেন সভানেত্রী। সারাদেশের পুলিশ পরিবারের নির্যাতিতা নারী ও শিশুদের বিভিন্নভাবে আইনি সহায়তা দেবে এই সেল।

পুলিশ পরিবারের নারীরা সাইবার নির্যাতনের শিকার হলে সেটি থেকে প্রতিকার পেতে পুনাক সাহায্য করবে।
সভানেত্রী বলেন, পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারিদের পরিবারের নির্যাতিত নারীরা সঠিক তথ্য সহকারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। তবে অবশ্যই সেটি সঠিক প্রমান সাপেক্ষ হতে হবে।যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে অভিযোগ কারির বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেয়া হবে।

শীঘ্র একটি হটলাইন নাম্বার দেয়া হবে এই পেইজ-এ। এছাড়াও ভিকটিমগণ ফেইসবুক পেইজের মেসেঞ্জারে তাদের অভিযোগটি করতে পারবেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে সেটি অনুসন্ধান করা হবে। তারপর আইনিভাবে পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হবে। সেই অনুসন্ধান কার্যক্রমও পর্যবেক্ষন করবে পুনাকের বিশেষ টিম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন