সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়জিত ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর পক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মো: আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির,উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ সাতক্ষীরা পৌরসভায় ভোটকেন্দ্রে নিয়জিত ভোটগ্রহন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্যেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এবিষয়ে মতবিনিময় সভায় থাকা বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মো: আফজাল হোসেন জানান,সাতক্ষীরা পৌরসভায় ৩৭ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এব্যাপারে জেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে আমরা উপস্থিত থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে পরিচিত হই।তিনি আরো জানান,নির্বাচন অফিস কিভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবে সেটা আমরা অবগত হই। তিনি আরো জানান, ভোট কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেনো নিরাপদে ও সুষ্ঠভাবে দায়িত্ব পালন করতে পারে সে জন্য সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন