
প্রখ্যাত সংগীত শিল্পী আবু আফ্ফান রোজ বাবু র চিকিৎসার খোজ নিলেন সাতক্ষীরা জেলার সাবেক সফল জেলা প্রশাসক, সাবেক সফল বিভাগীয় কমিশনার খুলনা, সাবেক সিনিয়র সচিব নৌ পরিবহণ মন্ত্রণালয় ও এসডি এফ চেয়ারপার্সন মো: আবদুস সামাদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হসপিটালে কন্ঠ শিল্পী রোজ বাবু কে দেখতে যান তিনি ও তাঁর সহধর্মিনী সুলতানা নিলুফার জাহান।এসময় এসডিএফ চেয়ারপার্সন রোজ বাবুর চিকিৎসার খোজ খবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক দের অনুরোধ করেন আন্তরিক ভাবে চিকিৎসা সেবা দিতে।এসময় এসডিএফ চেয়ারপার্সন আবদুস সামাদ বলেন,
![]()
আবু আফ্ফান রোজবাবু একজন প্রখ্যাত সংগীত শিল্পী।অসাধারন মানুষ।অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসা চলছে।
বাংলাদেশ ও পশ্চিম বংগে এই কন্ঠশিল্পীর আকাশছোয়া জনপ্রিয়তা।
আসুন সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন।
-প্রেস বিজ্ঞপ্তি।
