মাদক ব্যবসায়ীদের বাসা ভাড়া দিবেন না : না’গঞ্জের এসপি জায়েদুল আলম

দ্বারা zime
০ মন্তব্য 273 দর্শন

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে একটু সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা স্বচ্ছতা নিয়ে শুদ্ধতার সঙ্গে কাজ করতে চাই। বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ থাকবে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বাসা ভাড়া দিবেন না।

বুধবার বিকালে বিভিন্ন সংগঠনের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে পুলিশ সুপার এ কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, এখন সবচেয়ে বড় সমস্যা কিশোর গ্যাং ও মাদক। শতভাগ চেষ্টা করব তা নির্মূল করতে। এজন্য প্রতিটি এলাকায় পাড়া-মহল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী কমিটি গঠন করে কাজ শুরু করব। সবাইকে একটু সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। পুলিশ জনগণের পাশে ছিল, রয়েছে ও থাকবে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে গড়ে উঠা কয়েক যুগের মাদকের ঘাটি চাঁনমারী বস্তি উচ্ছেদ করায় পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানান চাঁনমারী এলাকার সিবার্ডস কমিটির সাধারণ সম্পাদক নুর হোসেন টিটু, আদর্শ মহিলা কল্যাণ সংস্থার সভাপতি নূরজাহান বেগম, বাংলাবাজার সূর্য তরুণ সংঘের অ্যাডমিন ফয়সাল আহমেদ রিমন, জেলা নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রহিমা আক্তার লিজা, এইড বাংলাদেশে নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন