বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সাংবাদিকতার গতি প্রকৃতি, নিয়ম, নীতিকে স্মরনে রেখে সাংবাদিকতা করতে হবে : বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ।।

দ্বারা zime
০ মন্তব্য 166 দর্শন

 

ইব্রাহিম খলিল:  সাতক্ষীরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ। সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসকের সহযোগিতায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ বলেন সাংবাদিকরা জাতির শ্রেষ্ঠ সন্তান, সাংবাদিকতা অতি মহান এবং পবিত্র পেশা আর তাই অবশ্যই তা হতে হবে যথাযথ। সাংবাদিকদের কোন জাত নেই, কোন দল নেই, সাংবাদিকদের কোন দল নেই। সৎ সাংবাদিকতা এবং সঠিক তথ্য সমৃদ্ধ সাংবাদিকতার বিকল্প নেই। যা ইচ্ছা তাই ছাপানো যেমন সাংবাদিকতা নয় অনুরুপ ভাবে সাংবাদিককে হলুদ সাংবাদিকতা প্রশ্রয় দেওয়া সমিচীন নয়, তিনি আরও বলেন সাংবাদিকদের স্বাধীনতা কোন অবস্থাতেই ক্ষুন্ন যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে, জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সাংবাদিকতার গতি প্রকৃতি, নিয়ম, নীতিকে স্মরনে রেখে সাংবাদিকতা করতে হবে। শিক্ষিতদের অর্থাৎ পড়ালেখা জানাদেরকে এই পেশায় আসতে হবে। হলুদ সাংবাদিকতা কেবল পত্রিকার সৌন্দর্য নষ্ট করে না এবং জাতিকে অপুরনীয় ক্ষতি সাধন করে থাকে। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা এবং পেশাগত কারনে মামলা কোন অবস্থাতেই কাম্য নয়, তিনি এ বিষয়ে সজাগ এবং সতর্ক, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন অনৈতিক, মিথ্যা, ভিত্তিহীন খবর ছাপাবেন না। দেশ এবং জাতির জন্য অকল্যান বয়ে আনতে পারে এমন খবর হতে সাবধান থাকবেন। নিশ্চিত না হয়ে সঠিক তথ্য না জেনে খবর প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। সাংবাদিকতার জন্য পড়ালেখা করতে হবে মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের দাবী দাওয়ার প্রেক্ষিতে তিনি বলেন আবাসন সমস্যা, ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়গুলো সরকারের উপর মহলে বিবেচনায় আছে। মত বিনিময় সভায় সাংবাদিকরা ডিজিটাল আইনের পরিবর্তন চান এবং নির্ভয়ে, নিরাপত্তার সাথে সাংবাদিকতার সুযোগের বিষয়টি উত্থাপন করেন। সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন সাতক্ষীরার সাংবাদিকরা সত্যিকার অর্থে পেশাদার, নীতি নৈতিকতা সম্পন্ন এবং চেতনায় বিশ্বাসী, তিনি আরও বলেন সাতক্ষীরার উন্নয়নে, কর্মপরিকল্পনায় সাংবাদিকদের পজেটিভ দৃষ্টিভঙ্গি জেলা প্রশাসক হিসেবে আমাকে উজ্জীবিত করে, মুগ্ধ করে, মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নোতি প্রাপ্ত) ইলতুৎ মিশ বলেন সাংবাদিকদের প্রশিক্ষনের পাশাপাশি নিবন্ধনের বিষয়টি থাকলে এই পেশা অধিকতর মজবুত হতো, মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল, মত বিনিময় সভা সমন্বয় এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) শাহ আলম, মত বিনিময় সভায় সাতক্ষীরার সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন এবং উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমদ বাপ্পী, প্রাক্তন সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক আবু তালেব মোল্ল্যা, ডাঃ দিলীপ কুমার দেব, বরুন ব্যানার্জী, গোলাম সরোয়ার, জাহাঙ্গীর কবির, রবিউল ইসলাম, শাহীন গোলদার, মীর আবু বকর প্রমুখ। মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা, ডিজিটাল আইন, নিরাপত্তা, আবাসন সমস্যা সমাধান, মফস্বলের সাংবাদিকদের স্বীকৃতি, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করন সহ বহুবিধ বিষয়ে মতামত ব্যক্ত করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন