বেনাপোল প্রতিনিধি এবাদত হোসেনঃ

বন্দর দিবস-২০১৭ উদযাপনে আজ (২৯.১২.২০১৭) নতুন সাজে সেজেছে বেনাপোল স্থলবন্দর আবাসিক এলাকা। আনন্দে কোলাহলে মুখরিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাজাহান খান (এমপি)।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মান্যবর চেয়ারম্যান জনাব তপন কুমার চক্রবর্তী (অতিরিক্ত সচিব) ও সচিব, জনাব মোঃ হাবিবুর রহমান (যুগ্মসচিব), নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মান্যবর যুগ্মসচিব জনাব মোঃ সাফায়েত হোসেন, এনবিআর সদস্য জনাব মোঃ লুৎফর রহমান ও বেনাপোল কাস্টমস কমিশনার জনাব মোঃ বেলাল হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বন্দর স্টেকহোল্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বন্দরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), আনসার ও সিকিউরিটি সদস্য।

বিকালে মাননীয় নৌ-পরিবহন মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে গঠিত উপদেষ্টা কমিটির ৮ম সভা। সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দর দিবসে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হলো যেন বিশাল এক আনন্দের মিলন মেলা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন