★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বর্ণমালা একাডেমি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির চিত্র শালায় বর্ণমালা একাডেমি’র সভাপতি শামীমা পারভীন রত্মার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালার উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন।
এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গণে ও সাংস্কৃতিক অঙ্গণে অনেক সুনাম আছে। এই ক্ষুদে কোমলমতি নৃত্য শিল্পীরা একদিন এ জেলার জন্য আরো বেশি সুনাম বয়ে আনবে। লেখা-পড়ান পাশা পাশি সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক চর্চা করলে প্রতিভার দ্রুত বিকাশ ঘটে। আজকের ক্ষুদে নাচিয়েরা আগামী দিনের বড় মাপের নৃত্য শিল্পী হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক শেখ নুরুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কণ্ঠ শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রশিক্ষক সাইফুল ইসলাম ইভান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আলমগীর হোসেন, মনজুরুল হক, সাংবাদিক শফিউল ইসলাম খান, বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার প্রমুখ। ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালায় ৪০ জন নৃত্য শিল্পী অংশ নিয়েছে এবং আজ বৃহস্পতিবার যদি কোন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নিতে চাই তাহলে তাদেরকে যোযাযোগ করতে বলা হয়েছে।। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন