বিকৃত যৌনচারের অপরাধে হাফেজ আনোয়ারুল ইসলাম গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ সজিব খানের তত্ত্বাবধানে ডেলা ডিবির ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরীর নের্তৃত্বে এসআই/মোঃ মোস্তফা আলম , এসআই/ মোঃ হুমায়ুন কবীর,এএসআই/মোঃ মাজেদুল ইসলাম , এএসআই/ফজলুল করিম, এএসআই/ইমামুল মোল‍্যা, কং/ আশিক গালিব,কং/ নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গতকাল ৭ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ১৭.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কফিল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা, কালিগঞ্জ, সাতক্ষীরায় অভিযান চালিয়ে হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ আনোয়ারুল ইসলাম (৩৩), পিং-মৃত আ: জব্বার মোড়ল, সাং-কালিকাপুর মোড়লপাড়া, থানা-কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা কে বিকৃত যৌনচারের অপরাধে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান,আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে,ভিকটিম মোঃমাসুদ রানা @রুবেল(১৬),পিং-আইয়ুব আলী, সাং-কাশিমারী, থানা-শ‍্যামনগর,জেলা-সাতক্ষীরাসহ বিভিন্ন সময়ে উঠতি বয়সি বিভিন্ন শিশুদের সহিত বিকৃত যৌনচার করিত এবং উক্ত আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম তথা WhatsApp, Facebook Messenger ব‍্যবহার করে গ্রুপ চ‍্যাটের মাধ‍্যমে ১২/১৬ বৎসরের শিশুদের সাথে বিকৃত যৌনচারে লিপ্ত থাকতো এবং বিকৃত যৌনচারের ধারণকৃত ছবি উক্ত যোগাযোগ মাধ্যমে সরবরাহ করতো।

ডিবির ওসি জানান,এছাড়া অবৈধভাবে পর্নোগ্রাফি উৎপাদন করে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শণ করিত।ডিবির ওসি আরো জানান, আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন