মাহফিজুল ইসলাম আককাজ:  সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক পদে নড়াইল জেলায় পদায়নকৃত হওয়ায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৯ মে) বেলা ১২টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা ভাইন চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা সমবায় অফিসার কারিমুল হক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুর রউফ, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী তার বক্তব্যে নিজে কাঁদলেন এবং অন্যদেরকেও কাঁদালেন। তার জীবদ্দশায় সাতক্ষীরাকে ভুলবেননা বলে জানান। তিনি আরো বলেন, সাতক্ষীরার মানুষ বড় উদার মনের মানুষ। সব সময় তার কর্মকান্ডে সকলের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়ারুল হক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন