ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান, ১ কেজি গাঁজা সহ আটক-১

দ্বারা zime
০ মন্তব্য 384 দর্শন

 

সাতক্ষীরা থানা পুলিশ বাইপাস সড়কের উপর অভিযান চালিয়ে  এক কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে। থানা  পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনা মোতাবেক সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানের নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলামের নেতৃত্বে  সাতক্ষীরা সদর  থানার এসআই ফকির জুয়েল রানা, এএসআই জিয়াউর রহমান,  এএসআই গোলাম মোস্তাফা সঙ্গীও ফোর্স একটি বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ২৭ মে, ২০২৩, তারিখ বেলা ১১-৩০  টার সময়  সাতক্ষীরা থানাধীন কুচপুকুর – জামতলা টু মেডিকেল কলেজ হাসপাতালগামী বাইপাস পাকা সড়কের উপর হইতে  মোঃ আলিম ওরফে বাবু(২৩), পিতা-মোঃ নুর ইসলাম সরদার ,গ্রাম- শিকড়ী, উপজেলা ও থানা- সাতক্ষীরা সদর,  কে  গ্রেফতার করেন। এ সময় আটককৃত আসামীর হেফাজত হইতে ০১ কেজি  গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক  মূল্য  ৩০ হাজার টাকা।

নাটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ( ভারপ্রাপ্ত)   নজরুল ইসলাম জানান,আটককৃত আসামীর নামে পুলিশবাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে । তিনি আরো জানান আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন