একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে সব ভোটারকে কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিতে যারাই বাধা দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শিংপাড়া গ্রামে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ৩০ তারিখের নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করার জন্য র‌্যাব ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন এলেই এক শ্রেণির সন্ত্রাসী গোষ্ঠী ভোট না দেয়ার জন্য হামলা চালায় ও ভয়ভীতি দেখায়। কিন্তু ভোটাধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার।

এ ছাড়া সংখ্যালঘুসহ সারা দেশে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার সার্বিক ব্যবস্থা র‌্যাব নিয়েছে বলে তিনি জানান।

এর আগে ঠাকুরগাঁওয়ে সম্প্রতি হামলা ও সহিংসতার শিকার হিন্দু পরিবারের কাছে নবনির্মিত ৮টি ঘর হস্তান্তর করেন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন র‌্যাব মহাপরিচালক।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের ডিসি ড. কে এম কামরুজ্জামান, র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, এসপি মো. মনিরুজ্জামান, ঠাকুরগাঁও ৫০ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

সূত্র:Dhaka live 24 ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন