ভোমরা ইমিগ্রেশন পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মো: ইকবাল।বৃহম্পতিবার সকালে ভোমরা ইমিগ্রেশনে পৌছালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষে আইসি মাজরেহা হোসাইন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ইমিগ্রেশন পুলিশের আইসি মাজরেহা হোসাইনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অতিরিক্ত ডিআইজি কে গার্ড অফ অনার প্রদান করেন।
পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি ইমিগ্রেশনের প্রত্যেকটি ডেক্সের সামনে গিয়ে ইন্ডিয়া থেকে আগত পাসপোর্ট ধারী যাত্রীদের সাথে কথা বলেন।যাত্রীদের সাথে কথা বলে অতিরিক্ত ডিআইজি ইমিগ্রেশনের কার্যক্রমে সন্তোস প্রকাশ করেন।এসময় অতিরিক্ত ডিআইজি যাত্রীদের আরও উন্নত সেবা প্রদানের নির্দেশ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,ভোমরা ইমিগ্রেশনের আইসি মাজরেহা হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।