সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন সাতক্ষীরার সাবেক সফল জেলা প্রশাসক, সাবেক খুলনা বিভাগীয় কমিশনার ও বর্তমান নৌ-পরিবহন মন্ত্রানালয়ের সচিব জনাব  আবদুস  সামাদ। শনিবার দুপুরে তিনি পরিদর্শন শেষে বন্দর স্থল বন্দরের প্রশাসনিক ভবনে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, বন্দরের উপ-পরিচালক(প্রশাসন) ও উপপরিচালক(ট্রাফিক)জনাব মো:রেজাউল করিম, কাষ্টমসের উপ কমিশনার সুমন দাস , সিএন্ডএফ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ এস.আই জুয়েল, বিজিবির ভোমরা বিওপির নায়েক সুবেদার আব্দুস সামাদ, স্থল বন্দর কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক  সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নৗ-পরিবহন সচিব এ সময় ভোমরা স্থলবন্দরের জায়গা বাড়ানোর জন্য ১০ একর জমি একোয়ার করার বিষয়ে খোঁজ খবর নেন এবং বন্দরের পানিনিষ্কাশন, রাস্তাঘাট নির্মান, অবকাঠামোগত উন্নয়নসহ বন্দরের বিভিন্ন উন্নয়নে প্রতিশ্রতি ব্যক্ত করেন।এছাড়া বন্দরের অটোমেশন চলছে এবং খুব শীঘ্রই অটোমেশনের কাজ সমাপ্ত হবে বলে সভায় নৌসচিব জানান। তিনি বন্দরের আমদানীর সাথে সাথে রপ্তানী বাড়ানোর জন্য সিএন্ডএফ নেতাদের আহবান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন