আজ ১৫ জুলাই, ২০১৯ খ্রি. তারিখ সকাল ১০ টায় ভোলা জেলা পুলিশ লাইনসে আত্মসমর্পণকারী মাদক সেবী/ব্যবসায়ীদেরকে নিয়ে একটি মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
ভোলা জেলা পুলিশ কতৃক আয়োজিত এই সুধী সমাবেশে নতুন করে আত্মসমর্পণকারী ৮ জন সহ মোট ৭৯ জন মাদক সেবী/ ব্যবসায়ী অংশগ্রহণ করে। এদেরকে সেলাই মেশিন দিয়ে পুনর্বাসিত করা হয়। তাদের সাথে উক্ত মতবিনিময় সভা এবং উপস্থিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বরিশাল রেঞ্জ, বরিশাল।
মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ডিআইজি মহোদয় উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাসবাদসহ খুন, শিশু ধর্ষণ, সমুদ্রে দস্যুতা ইত্যাদি অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার বিষয়ে তিনি আলোকপাত করেন।
উক্ত মতবিনিময় সভা ও সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলাপরিষদ চেয়ারম্যান, বিভিন্ন উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ অন্যান্য মেম্বার, চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষকবৃন্দ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার।