বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বার্ষিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ.মহিদ উদ্দিন।।

দ্বারা zime
০ মন্তব্য 191 দর্শন

 

বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বার্ষিক পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার)।সোমবার সকালে বাগেরহাট জেলা পুলিশ লাইন্সের পরিদর্শন প্যারেডে সালাম গ্রহণ করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম(বার)।এসময় বাগেরহাটের পুলিশ সুপার জনাব পঙ্কজ কুমার রায় খুলনা রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।

বাগেরহাট জেলা পুলিশের একদল চৌকশ পুলিশ প্যারেড শেষে খুলনা রেঞ্জ ডিআইজি কে গার্ড অফ অনার প্রদান করেন।সালাম গ্রহণ শেষে পুলিশ লাইন্স মাঠে বাগেরহাট জেলা পুলিশের সকল পুলিশ পিকআপ ভ্যান অথাৎ যানবাহন শাখা পরিদর্শন করেন।

পরে বাগেরহাটের সকল পুলিশ সদস্যদের উদ্যেশ্যে রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার) বিশেষ ব্রিফিং প্রদান করেন।ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন,পুলিশ কে শাসক নয় বরং জনগনের বন্ধু হয়ে কাজ করতে হবে,পুলিশ ও সাধারন জনগনের মধ্যে যে দুরত্ব সেটা কমিয়ে আনতে হবে।তিনি বলেন,কোন নিরিহ মানুষ যেন হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।কোন নিরিহ মানুষ কে হয়রানি করলে আমি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।তিনি আরো বলেন,সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ কে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।কেউ অপরাধ করে পার পাবেনা, আইন সকলের জন্য সমান এই প্রত্যায় নিয়ে পুলিশ কে মাদক-জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করার আহবান জানান খুলনা রেঞ্জের এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।

পরে সেখান থেকে খুলনা রেঞ্জ ডিআইজি বাগেরহাট রিজার্ভ অফিস, পুলিশ অফিস হিসাব শাখা ও বাগেরহাট সদর সার্কেল অফিস পরিদর্শন করেন।এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃমাহফুজ আফজাল,বাগেরহাট সদর সার্কেলের এডিশনাল এসপি মোঃ শাহদৎ হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃখায়রুল আলম,সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ বাগেরহাট জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন