মন্ত্রিপরিষদ বিভাগে নতুন দুই অতিরিক্ত সচিবের পদায়ন

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 404 দর্শন

 

মন্ত্রিপরিষদ বিভাগে নতুন দুই অতিরিক্ত সচিবকে পদায়ন করা হয়েছে। তারা হলেন- সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার এবং ঢাকার বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. হেলাল মাহমুদ শরিফ।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মাহবুব আলম তালুকদার গত বছরের ১১ মে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান । বরিশালের গৌরনদীর বিল্বগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৩ সালে ঝিনাইদহ কাডেট কলেজ থেকে এসএসসি ও ১৯৮৫ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ইরেজি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালের ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। ২০০৯ সালে সরকারের বৃত্তি নিয়ে গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় এমএ ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে ঢাকার বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. হেলাল মাহমুদ শরিফ ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২০ সালের ২৭ আগষ্ট তিনি অতিরিক্ত কমিশনারের দায়িত্ব নেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার আটিপাড়ায়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন