মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে গল্লামারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভ এবং খুলনা জেলা পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্যসহ সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও পুস্পস্তবক অর্পণ করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

শনিবার খুব সকালে গল্লামারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভ এবং খুলনা জেলা পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্যসহ সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও পুস্পস্তবক অর্পণ করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার। 

শ্রদ্ধা জ্ঞাপন কালে এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন ও অর্থ), এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম বিপিএম, পিপিএম  সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হতে পাক হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ করা হয়। রাজারবাগ পুলিশ লাইন্স হতে ওয়্যারলেস এর মাধ্যমে সারাদেশে পাকহানাদার বাহিনীর আক্রমণের বার্তা প্রেরণ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন