মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ।।

দ্বারা zime
০ মন্তব্য 139 দর্শন

 

বাঙ্গালী জাতির ইতিহাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সংগ্রামের ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের সভ্রম বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্য ছড়িয়ে দিতে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে টি ২০ ক্রিকেট ম্যাচ,
২৬ মার্চ প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা।
সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী আধা সরকারী স্বায়ত্বশাষিত শিক্ষা প্রতিষ্ঠান,
দোকান বাসভবন সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল আটটায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,
স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, একই সময়ে পুলিশ, বিএনসিসি, আনছার ব্যাটাঃ, রোভার স্টাউটস গার্লস গাইড,
শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বয়ে মার্চ পার্স্ট শরীর চর্চা, প্রদর্শনী ও ডিসপ্লে পরে রক্তদান কর্মসূচী,
বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহীদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত, পরে জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা, বেলা সাড়ে বারটায় পৌর দীঘীতে সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা, বাদ জোহর সকল মসজিদ মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসানলয়ে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুরে হাসপাতাল, জেল খানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে, প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, বিকালে স্টেডিয়ামে ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা, ৪টায় সাতক্ষীরা সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান পরে, স্টেডিয়ামে সৌখিন ফুটবল প্রতিযোগিতা, টেনিস মাঠে স্বাধীনতা দিবস টেনিস টুনর্মামেন্ট, সন্ধ্যায় সকল সরকারী আধা সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমুহে আলোকসজ্জা, ২২, ২৩, ও ২৬ মার্চ শহরের ইটাগাছা বাজার মোড়, খুলনা রোড মোড়, পিএন বিয়াম স্কুল ও নিউ মার্কেট মোড় মহান স্বাধীনতা যুদ্ধের উপর প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে পুরুস্কার বিতরনী, সংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও সন্ধ্যায় স্থানীয় সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা সমূহ সংবাদ পত্র সমূহে বিশেষ নিবন্ধন/সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশের মাধ্যমে দিবসটি সমাপ্তি হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন