মাদক ইস্যুতে কাউকেই ছাড় দেওয়া হবে না : র‍্যাবের ডিজি

দ্বারা zime
০ মন্তব্য 199 দর্শন

 

মাদক ইস্যুতে জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যে-ই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেছেন, ‘মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক সে জনপ্রতিনিধি হোক বা অন্য কেউ তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি রয়েছে। সেই নীতিতেই কাজ করে যাবো।

রোববার (৪ জুন) সকাল ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের র‍্যাব ডিজিএসব কথা বলেন।

মেহেরপুর জেলার গাংনী থানা এলাকায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির হামলায় আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার রায়কে দেখতে এসেছিলেন তিনি।

এম খুরশীদ হোসেন বলেন, ‘এলিট ফোর্স শুরুতেই মাদক সন্ত্রাস জঙ্গি নির্মূলের কাজ করে যাচ্ছে। এই মাদকবিরোধী অভিযানে ও বিভিন্ন সন্ত্রাসী গ্রেফতারে আমার প্রায় ৩৩ জন সহকর্মী জীবন বিসর্জন দিয়েছেন। এছাড়া অঙ্গহানি হয়েছে প্রায় এক হাজার জনের। গত ৩০ মে মেহেরপুর জেলার গাংনী থানা এলাকায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ধারালো অস্ত্রের আঘাতে আমাদের র‍্যাব সদস্য উত্তম কুমার রায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়ার হাসপাতালে তারপর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় র‍্যাব আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে তিনজন আহত হয় এবং তিনজন গ্রেফতার আছে।’

তিনি আরও বলেন, ‘র‍্যাব সব সময় মাদক ও জঙ্গিবিরোধী অভিযান করে আসছে। সাংবাদিকরা সমাজের দর্পণ। বিভিন্ন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে থাকে। আমরা আরও সহযোগিতা চাই, যাতে এই মাদককে নির্মূল করা যায়। এখন সময় এসেছে মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার। এই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার। যদি সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়ার মতো শারীরিক ভাবে সুস্থ ছেলে পাবো কিনা সন্দেহ আছে।’

উত্তম কুমার রায়ের বিষয়ে বলেন, ‘তিনি বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের আন্তরিক চিকিৎসায় বর্তমানে অনেকটা সুস্থ। আগামী কয়েক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। আশা করছি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সে।’

এ সময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন